Intelligentsia School and College - ISC
Notice Board

করোনাকালে সেরা পারফরম্যান্স এ্যাওয়ার্ড প্রদান প্রোগ্রাম
Published on Saturday, November 13, 2021


১৮ মার্চ ২০২০ খ্রি খ্রিষ্টাব্দ তারিখে করোনা অতিমারীর কারণে গোটা দেশে সরকারীভাবে বন্ধ হয়ে যায় সকল স্কুল ও কলেজ এর সশরীরে উপস্থিতি কার্যক্রম। ৭ এপ্রিল ২০২০ খ্রিষ্টাব্দ তারিখে ইনটেলিজেন্টসিয়া স্কুল অ্যান্ড কলেজ অনলাইনভিত্তিক শিক্ষা কার্যক্রম। অনলাইন ভিত্তিক এই শিক্ষাকার্যক্রম অব্যাহত ছিল সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত। এই সময়ে আই এ সি র সকল শিক্ষক মন্ডলী তাদের সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে সেরা শিক্ষা সেবা শিক্ষার্থীদের উপহার দিয়েছেন। সকলের প্রতি আই এস সি কর্তৃপক্ষ কৃতজ্ঞ। 

ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি আই এস সি সকল শিক্ষকদের মধ্য থেকে ৩টি ক্যাটাগরিতে ৩জন সেরা শিক্ষক নির্বাচিত করেছে। এই ৩ জন সেরা শিক্ষককে প্রদান করা হবে সম্মাননা স্মারক, ক্রেস্ট এবং এক মাসের অতিরিক্ত মূল বেতনের সম পরিমাণ আর্থিক বোনাস। 

২০ নভেম্বর ২০২১ খ্রিষ্টাব্দ তারিখে এই ৩ জন নির্বাচিত শিক্ষকদের এক অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার প্রদান করা হবে। এই প্রোগ্রাম উপস্থিত থাকবেন ইনটেলিজেন্টসিয়া স্কুল অ্যান্ড কলেজ এর সম্মানিত ভাইস চেয়ারম্যান ও সম্মানিত একাডমিক এ্যাডভাইজর। 

 ৩টি ক্যাটাগরিতে নির্বাচিত শিক্ষকগণ হচ্ছেনঃ

  • বেস্ট আইটি সার্ভিস ক্যাটাগরি - জনাব মো ইয়ার হোসেন স্যার
  • বেস্ট টিচিং সার্ভিস ক্যাটাগরি (সিনিয়র সেকশান) - জনাব দেলোয়ার হোসাইন স্যার 
  • বেস্ট টিচিং সার্ভিস ক্যাটাগরি (জুনিয়র সেকশান) - জনাব মাহাজেবিন সোমা 

*

নির্বাচনকালে শিক্ষকদের ক্লাসের মান, ক্লাসের বৈচিত্র্য, শিক্ষার্থী ও অভিভাবকদের সন্তোষ, অনলাইন ক্লাসে বিভিন্নমুখি শিক্ষা উপকরণের ব্যবহার, শিক্ষার্থী ভর্তি ইত্যাদি নির্দেশকগুলোকে বিবেচনায় নেওয়া হয়। আশা করি, এই কর্ম স্বীকৃতির মাধ্যমে তাদের কর্মস্পৃহা আরো বৃদ্ধি পাবে, এবং জাতি গঠনের এই মহান কাজে তারা নিজেদেরকে আরো নিবেদিত করতে পারবে। পাশাপাশি এই পুরস্কার আই এস সি'র সকল  শিক্ষককে তাদের স্ব স্ব দায়িত্ব পালনে উৎসাহ প্রদান করবে। 

   

Follow us @Facebook
Useful Links

Visitor Info
100
as on 29 Apr, 2025 08:50 PM
©EduTech-SoftwarePlanet