প্রধান শিক্ষক/ইনচার্জ, প্রাইমারি সেকশান পদে নিয়োগ বিজ্ঞপ্তি
Published on Monday, May 2, 2022
প্রধান শিক্ষক/ইনচার্জ পদে নিয়োগ বিজ্ঞপ্তি!
শুধুমাত্র শিক্ষকতাকে যারা জাতিকে সেবার মাধ্যম ও পেশা হিসাবে বেছে নিতে ইচ্ছুক তাদের মধ্য থেকে আবেদন আহ্বান করা হচ্ছে।
ইনটেলিজেন্টসিয়া স্কুল অ্যান্ড কলেজ, বনশ্রী এর প্রাইমারি সেকশানের জন্য একজন প্রধান শিক্ষক/ইন-চার্জ নিয়োগ করা হবে।
পদের সংখ্যাঃ
১টি (একটি)
পদবীঃ
প্রধান শিক্ষক/ইনচার্জ, প্রাইমারি সেকশান।
দায়িত্বঃ
প্রথম থেকে পঞ্চম শ্রেণী
বাংলা মিডিয়াম ও ইংলিশ ভার্সান,
আইএসসি প্রাইমারী সেকশান
কমপক্ষে ০২ (দুই) বছর চাকুরি করতে হবে।
একই সাথে অন্য কোন পেইড করা যাবেনা।
ফুলটাইম হতে হবে।
কর্ম ঘন্টাঃ
সকাল ৮.০টা থেকে ৩.০টা পর্যন্ত
কর্মদিন
সপ্তাহে ৬ (ছয়) দিন
শনিবার থেকে বৃহস্পতিবার
একাডেমিক শর্তাবলিঃ
বিএড ও এমএড অথবা সি-ইন-এড বা ডিপিএড করা থাকতে হবে। ইংরেজিতে বা বিজ্ঞানে অনার্স ও/বা মাস্টার্স থাকতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইইআর হতে অনার্স ও মাস্টার্স করা থাকলে ইংরেজি বা বিজ্ঞান বিষয়ে অনার্স বা মাস্টার্স এর শর্ত প্রযোজ্য নয়।
পিটিআই হতে সি ইন এড বা ডিপিএড সম্পন্নকারীরা অগ্রাধিকার পাবেন।
পুরুষ বা মহিলা যে কেউ আবেদন করতে পারবে।
শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে কমপক্ষে ৫ বছর।
শিখনফল, শিখন শেখন কৌশল, প্রান্তিক যোগ্যতা, শিক্ষক মান, শিক্ষা উপকরণ, মূল্যায়ন, মনিটরিং ইত্যাদি সম্পর্কে স্বচ্ছ ও স্পষ্ট ধারণা থাকতে হবে।
প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ক্লাস ও বই সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে।
প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষকদের প্রশিক্ষণ দিতে পারতে হবে।
নির্ভুল ইংরেজিতে লিখতে ও বলতে পারতে হবে।
পিইসি পরীক্ষা পদ্ধতি ও সৃজনশীল পদ্ধতি সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে।
ব্যবস্থাপনাগত দক্ষতাঃ
ব্যবস্থাপনায় দক্ষ হতে হবে।
শিক্ষকদের নিয়ে টিম ওয়ার্ক হিসাবে কাজ করানোর সক্ষমতা থাকতে হবে।
সকল শিক্ষক ও স্টাফদের ভেতরে বিদ্যমান সুপ্ত প্রতিভা বিকশিত করে সকলকে কাজ করার পরিবেশ তৈরি করতে হবে।
চেইন অফ কমান্ড মেনে চলার মানসিক প্রবণতা থাকতে হবে।
আইটি শর্তাবলিঃ
নিজস্ব ল্যাপটপ থাকতে হবে।
স্মার্ট ফোন থাকতে হবে।
বাংলা ও ইংরেজিতে নির্ভুল টাইপ করতে পারতে হবে না দেখে।
ইমেইল ব্যবহারে স্পনটিনিয়াস হতে হবে।
বিভিন্ন শ্রেণির লেকচার শিট ও ওয়ার্কশিট প্রস্তুত করার সক্ষমতা থাকতে হবে।
এম এস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এর কাজ পারতে হবে
অতিরিক্ত দক্ষতা (আবশ্যক নয় তবে প্রিফারেবল)
থিসিস পেপার লিখার অভিজ্ঞতা
পরিসংখ্যান বিভাগ হতে পড়াশোনা
রিসার্চ আর্টিক্যাল লিখার অভিজ্ঞতা
গ্রাফিক ডিজাইন বা এ্যানিমেশন বা ওয়েবসাইট ডেভেলপমেন্ট এর কাজ জানা থাকলে অগ্রাধিকার।
অগ্রাধিকারঃ
বনশ্রী, আফতাবনগর, বাড্ডা, রামপুরা এলাকায় বসবাসকারী আবেদনকারীরা অগ্রাধিকার পাবেন।
দক্ষ ও অভিজ্ঞ মহিলারা অগ্রাধিকার পাবেন।
কার্যাবলীঃ
শিক্ষক প্রশিক্ষন
বিভিন্ন শ্রেণির ক্লাস নেয়া
অভিভাবক কাউন্সেলিং
ক্লাস মনিটর
শিক্ষক মনিটর
নিয়মিত রিপোর্ট প্রণয়ন ও প্রেরণ
বিভিন্ন মনিটরিং ছক প্রণয়ন।
ওয়ার্ক বুক, ওয়ার্ক শিট ও লেকচার শিট প্রস্তুত করতে হবে
ম্যানেজমেন্ট এর সাথে সমন্বয়পূর্বক কাজ করতে হবে।
সৃজনশীল হতে হবে এবং শিখন শেখানোর নিত্য নতুন কলাকৌশল উদ্ভাবন করতে হবে।
উন্নত দেশের কারিকুলাম দেখে ও ইউনেস্কোর গাইডলাইন অনুসরণ করার ক্ষেত্রে আই এস সি ধাপে ধাপে করণীয় নির্ধারণ করতে হবে।
দেশ ও বিদেশে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় ভিজিট করতে হবে। এ জন্য মানসিক প্রস্তুতি থাকতে হবে।
বাংলা মিডিয়াম ও ইংরেজি ভার্সান (প্লে থেকে ফাইভ পর্যন্ত) পরিচালনা করতে হবে।
সূযোগ সুবিধাঃ
আকর্ষণীয় মাসিক বেতন (ন্যুনতম ২০০০০+)
অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে চূড়ান্ত বেতন নির্ধারিত হবে।
দুটি ফেস্টিভ্যাল বোনাস
দীর্ঘদিন চাকুরি করার সূযোগ রয়েছে।
দক্ষতা ও সফলতার ভিত্তিতে প্রতিবছর বেতন ও ভাতা বৃদ্ধির সূযোগ।
সফলতার ভিত্তিতে পরবর্তীতে যাতায়াত সূযোগ দেয়া যেতে পারে।
দক্ষ, আধুনিক, কারিকুলাম সচেতন ও শিক্ষানুরাগী বোর্ড অফ ডিরেক্টরস এর অধীনে কাজ করার সূযোগ
বিবিধ সূযোগ সুবিধা
পর্যাপ্ত সাপোর্ট স্টাফ
পর্যাপ্ত শিক্ষক
উন্নত ও আধুনিক শিক্ষা পরিবেশ ও ক্লাস রুম
মাল্টিমিডিয়া ও এসি ক্লাস রুম
ওয়েল ডেকোরেটেড ভবন
বনশ্রীর মত উন্নত আবাসিক এলাকায় মেইন রাস্তার পাশে ১০ তলা আধুনিক স্কুল ভবন।
কর্পোরেট মোবাইল নম্বর ব্যবহারের সূযোগ।
আবেদনের নিয়মাবলিঃ
সিভি সেন্ড করতে হবে ইমেইলের মাধ্যমে
(office@intelligentsiabd.org) অথবা i.primary.isc@gmail.com
কোন ফি প্রযোজ্য নয়।
যোগাযোগঃ মোবাইল–০১৩২২-৮৫৪৬৫৫/৫৬/৫০/৫২
ইনটেলিজেন্টসিয়া স্কুল অ্যান্ড কলেজ ভবন
ভবন নং-৫/এ, মেইন রোড, ব্লক-এফ, বনশ্রী, ঢাকা
নির্বাচন পদ্ধতিঃ
প্রথমে সিভি থেকে বাছাই করা হবে। বাছাইকৃত প্রার্থীকে ডাকা হবে।
ডিপিএড, সি-ইন-এড অথবা বিএড, এমএড সনদ ও দক্ষতা যাচাই করা হবে।
আইটি দক্ষতা যাচাই করা হবে।
ইংরেজি দক্ষতা যাচাই করতে হবে।
লিখিত (প্রযোজ্য ক্ষেত্রে, নাও হতে পারে) ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আবেদনের সময়সীনাঃ
মে ১০, ২০২২।
ধারাবাহিকভাবে নির্বাচিত আবেদনকারীদেরকে ডাকা হবে।
নোটঃ
মোবাইল যোগাযোগ অনুৎসাহিত করা হলো। তবে, জরুরী প্রয়োজনে ইমেল করা যেতে পারে (i.primary.isc@gmail.com অথবা office@intelligentsiabd.org)