Intelligentsia School and College - ISC
Notice Board

শিক্ষক নিয়োগ ২০২০ এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ
Published on Monday, December 28, 2020


গত ২৬শে ডিসেম্বর ২০২০ খ্রি তারিখে ইনটেলিজেন্টসিয়া স্কুল অ্যান্ড কলেজ এ শিক্ষক নিয়োগের নিমিত্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উক্ত লিখিত পরীক্ষার ফলাফল ইতোমধ্যে প্রকাশিত হয়েছে।

 

লিখিত পরীক্ষার ফলাফল একই সাথে ইনটেলিজেন্টসিয়া স্কুল অ্যান্ড কলেজ এর ফেসবুক পেজ , ওয়েবসাইট এবং প্রতিষ্ঠানের নোটিশ বোর্ডে পাওয়া যাবে।

 

যে সকল পরীক্ষার্থী এই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদেরকে ধারাবাহিকভাবে মৌখিক পরীক্ষার জন্য মোবাইলের মাধ্যমে কল করা হবে।

 

উল্লেখ্য যে, প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক (কলেজ) এই তিন স্তরে ভাগ করে শিক্ষক নিয়োগ দেয়া হবে। প্রথমে প্রাথমিক, এরপর মাধ্যমিক এবং সবশেষে উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগের নিমিত্ত ভাইভার জন্য কল করা হবে।

 

লিখিত পরীক্ষা, ভাইভা, ও ডেমো এ ৩টি বিষয়ে প্রাপ্ত নম্বর যোগ করে মেধা তালিকা প্রণয়ন করা হবে। মেধা তালিকা থেকে ক্রমান্বয়ে শিক্ষক নিয়োগ দেয়া হবে।

 

লিখিত পরীক্ষার মূল্যায়নঃ

 

এমসিকিউ, ইংরেজি ও লিখিত এই ৩টি অংশে লিখিত পরীক্ষাকে বিভক্ত করা হয়েছে। প্রত্যেক অংশে পাশ নম্বর পৃথক পৃথকভাবে ৪০% । যে সকল পরীক্ষার্থী এম সি কিউ অংশে ৪০% (২০ নম্বর) পেয়েছে কেবল তাদেরই লিখিত অংশের খাতা মূল্যায়ন করা হয়েছে। এম সি কিউ ও লিখিত অংশে যারা উত্তীর্ণ হয়েছে তাদের ইংরেজি অংশে ৪০% নম্বর পেয়েছে কিনা তা যাচাই করা হয়েছে। এই ৩টি অংশে যাুরা ভিন্ন ভিন্ন ভাবে পাশ করেছে তাদের নাম এই উত্তীর্ণ তালিকায় অন্তর্ভক্ত করা হয়েছে।

 

জরুরী প্রয়োজনেঃ

 
মোবাইল নম্বর: 01301-720992; 01300-801634
ইমেইলঃ office@intellignetisabd.org
For Details: Visit our Website LINK
Follow us @Facebook
Useful Links

Visitor Info
100
as on 12 Oct, 2025 04:27 AM
©EduTech-SoftwarePlanet