Intelligentsia School and College - ISC
Academic Policy

 

 

 

 

ইনটেলিজেন্টসিয়া স্কুল অ্যান্ড কলেজ (আইএসসি) এর একাডেমিক পলিসিঃ 

  • শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ 
  • শিক্ষার্থীদের মানবিক করে গড়ে তোলা
  • শিক্ষার্থীদের পরিবেশ সচেতন করে গড়ে তোলা
  •  শিক্ষার্থীদের দক্ষ ও প্রশিক্ষিত করে গড়ে তুলতে সহায়তা করে
  • শিক্ষার্থীদের চাকুরীর পাশাপাশি গবেষণার প্রতি আগ্রহী করে গড়ে তোলা

 আই এস সি'র একাডেমিক স্ট্রাটেজী 

  • জাতীয় কারিকুলাম অনুসরণ করা 
  • ভাষা দক্ষতা অর্জনে সহায়তা করা 
  • বিজ্ঞান ও গণিতে দক্ষ হতে সহায়তা করা
  • বিশ্লেষণ দক্ষতা অর্জনে সহায়তা করা
  • ধর্মীয় ও নৈতিক বোধসম্পন্ন হতে সহায়তা করা
  • বাংলা ও ইংরেজি ভাষা ছাড়াও তৃতীয় আরো একটি ভাষা অর্জন উদ্বুদ্ধ করা 
  • জংগীবাদি চেতনামুক্ত থেকে সকলের প্রতি শ্রদ্ধা, সহমর্মিতা ও সহিষ্ণুতা অর্জনে সহায়তা করা
  • শ্রেণীভিত্তিক পাঠ্য বইয়ের জ্ঞানার্জনের পাশপাশি সহশিক্ষা পাঠ্যক্রমের বিষয়ে দক্ষ হিসাবে গড়ে তুলতে সহায়তা করা। 

ফাউন্ডেশন কোর্স/প্রোগ্রামঃ

  • সরকারী ছুটি বা অন্য যে কোন ছুটি এবং বার্ষিক পরীক্ষা পরবর্তী সময়ে শিক্ষার্থীদেরকে জীবনমুখি দক্ষতা অর্জনের জন্য ইনটেলিজেন্টসিয়া স্কুল অ্যান্ড কলেজে চালু রয়েছে ফাউন্ডেশন কোর্স। এই কোর্সে গতানুগতিকতার বাইরে এসে ব্যবহারিক পদ্ধতিকে কাজে লাগিয়ে বহুমুখি দক্ষতা অর্জনে কাজে লাগানো হয়। 
  • ফাউন্ডেশন কোর্স এর জন্য রয়েছে আই এস সি র নিজস্ব সিলেবাস। দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকদের সমন্বয়ে প্রস্তুত করা হয়েছে ফাউন্ডেশন কোর্স এর সিলেবাস। আইসিটিকে প্রধান্য দিয়ে এই সিলেবাসের পাঠদান পদ্ধতি নির্ধারণ করা হয়েছে। 

Follow us @Facebook
Useful Links

Visitor Info
100
as on 18 Sep, 2024 11:08 PM
©EduTech-SoftwarePlanet