Online Payment Methods of ISC:
Intelligentsia School and College being a futuristic and advanced institution is very enthusiastic in harnessing the advanatages of ICT and all digital technologies. As part of this process, ISC has made available the online payment system for the all guardians and studnets. From now onwards, all guardians can pay their all dues and receivables using either Bkash, Rocket or Nagad sitting at their home. This will not only save their time but also protect them form CORONA PANDEMIC.
The medium which are avaibale in ISC for Online Payment:
Sl
|
Media
|
Apps
|
Button
|
01 |
Bkash |
Yes |
*247# |
02 |
Rocket |
Yes |
*322# |
03 |
Nagad |
Yes |
*167# |
Necessary Information:
For Rocket |
Biller ID: 3253 |
For Bkash |
Mercahnt No: 01322-854654 |
For Nagad |
Merchant No: 01322-854650 |
The process of online payment suystem has been described in the following link:
https://intelligentsiabd.school/album/5052021214559.html
Payment Using Bkash Service
বিকাশ অ্যাপ দিয়ে পেমেন্টঃ
- আপনার বিকাশ অ্যাপ এ লগইন করুন
- হোমস্ক্রিন থেকে “Payment” সিলেক্ট করুন
- মার্চেন্ট নাম্বার দিন -01322-854654
- টাকার পরিমান টাইপ করুন
- পরবর্তী ধাপে আপনার টাকার পরিমান যাচাই করুন এবং আপনার পেমেন্ট রেফারেন্স নম্বর এ কনো স্পেস ছাড়া STUDENT ID দিন।
- আপনার বিকাশ পিন নম্বর দিন
- পেমেন্ট সম্পন্ন করার জন্য “Tap and Hold to Make Payment” চেপে ধরুন
- আপনার পেমেন্ট সম্পন্ন হলে পেমেন্টের যাবতীয় তথ্য (প্রতিষ্ঠানের নামসহ) দেখতে পারবেন
- পরবর্তী পেমেন্টের জন্য আপনি তথ্য সংগ্রহ করে রাখতে পারবেন
*২৪৭# ডায়াল করে বিকাশ পেমেন্টঃ
- *২৪৭# ডায়াল করুণ
- পেমেন্ট করতে 4 বেছে নিন
- মার্চেন্ট নাম্বার দিন - 01322-854654
- আপনার পেমেন্টের পরিমাণ লিখুন
- আপনার পেমেন্ট রেফারেন্স নম্বর এ কোন স্পেস ছাড়া STUDENT ID দিন।
- পেমেন্ট সম্পন্ন করতে কাউন্টার নাম্বার 1 চেপে পরের ধাপে যান
- পেমেন্টের তথ্য যাচাই বাছাই করে আপনার বিকাশ পিন দিয়ে পেমেন্ট সম্পন্ন করুণ
- আপনার পেমেন্ট সম্পন্ন হলে আপনার কাছে বিকাশ থেকে একটি এসএমএস আসবে
- পেমেন্ট সম্পন্ন করার পর পেমেন্টের এস এম এস সংগ্রহ করে রাখতে হবে, যা পরবর্তীতে প্রয়োজন হতে পারে।
Payment Using Rocket Service
*322# ডায়াল করে রকেট পেমেন্ট
- DBBL Rocket Account থেকে ডায়াল করুন *322#
- 1. Payment এরপর
- 1. Bill Pay
- 1. Self (শিক্ষার্থী নিজ অভিভাবকের নম্বর হতে ফি পরিশাধের জন্য)
- Or
- 2.Other (Agent) বা অন্য কারো নম্বর হতে ফি পরিশোধ করলে Other Select করার পরে শিক্ষার্থীর অভিভাবকের মোবাইল নম্বর দিতে হবে।
- # Enter Biller ID: এখানে ইনটেলিজেন্টসিয়া স্কুল এন্ড কলেজের Biller ID 3253 বসাতে হবে।
- # Enter Bill Number: এখানে শিক্ষার্থীর Student ID বসাতে হবে। (এটি 4 Digit এর বেশি হওয়া যাবেনা)
- # Enter Amount: এখানে বকেয়া ফিস কত হয়েছে বা কত টাকা পরিশোধ করতে হবে সেই পরিমান টাকা লিখুন (Rocket চার্জ আলাদা ভাবে কর্তন করা হবে )।
- # Rocket Account এর Pin দিন এবং Payment সম্পূর্ণ করুন।
রকেট অ্যাপ এর মাধ্যমে পেমেন্ট
- আপনার মোবাইল থেকে রকেট অ্যাপস এ লগইন করুন
- হোমস্ক্রিন থেকে “Bill Pay” সিলেক্ট করুন
- Search Biller এ INTELLIGENTSIA SCHOOL AND COLLEGE টাইপ করলে সরাসরি স্কুলের নাম চলে আসবে। তখন নিচে স্কুলের নামের উপর ক্লিক করতে হবে।
অথবা, ক্যাটাগরি অপশনে education সিলেক্ট করলে সকল শিক্ষা প্রতিষ্ঠানের নাম দেখা যাবে। সেই তালিকা স্ক্রলিং করে নিচ দিকে যেতে থাকলে INTELLIGENTSIA SCHOOL AND COLLEGE দেখা যাবে। সেটি ক্লিক করতে হবে। তাহলে পরের ধাপ চলে আসবে।
- এই ধাপের Bill No এ শিক্ষার্থীর আইডি, ক্লাস, ভার্সান, নাম ইত্যাদি সংক্ষেপে লিখা যেতে পারে। শুধু আইডি বা অন্য যে কোন পরিচয় যাতে শিক্ষার্থীকে যাচাই করা সুবিধা হয় এমন তথ্যও লিখা যেতে পারে।
- একই পেজে Pay for Option এ Self or Other সিলেক্ট করা যেতে পারে। Other সিলেক্ট করলে যার জন্য এই ফি পরিশোধ করা হচ্ছে তার নার মোবাইল নম্বর লিখত হবে।
- একই পেজে নিচের দিকে Amount অপশনে টাকার পরিমাণ লিখতে হবে।
- এ ৩টি তথ্য দেয়া হলে সব নিচে সাবমিট অপশনে ক্লিক করতে হবে। এতে পরের ধাপ চলে আসবে।
[উপরের তথ্যগুলো ঠিক থাকলে তা ভবিষ্যত ব্যবহারের জন্য সেভ করে রাখা যেতে পারে। ফলে পরবর্তীতে পেমেন্ট করার জন্য বার বার এসব তথ্য দিতে হবে। সেভ করা লিস্ট থেকে সিলেক্ট করলেই হবে]
- এই পেজে আগের দেয়া তথ্যগুলো যাচাই করতে হবে সব কিছু ঠিক আছে কিনা। ঠিক থাকলে রকেট এর গোপন ৪ ডিজিটের পিন নম্বর দিতে হবে।
- পিন নম্বর দেয়ার পর নিচে রকেটের চিহ্নটি চেপে ধরলেই পেমেন্ট প্রক্রিয়া চলতে থাকবে, এবং আপনার বিকাশ থেকে নির্ধারিত পরিমাণ টাকা INTELLIGENTSIA SCHOOL AND COLLEGE এর একাউন্টে টাকা চলে আসবে।
[পেমেন্ট সম্পন্ন হলে একটি রিসিট আসবে যেটি আপনি সম্পন্ন করতে পারবেন। সেখানে Bill receipt এ ক্লিক করলেই আপনি পূর্ণাংগ তথ্য দেখতে পাবেন।]