ইনটেলিজেন্টসিয়া স্কুল অ্যান্ড কলেজ এর অন্যতম আকর্ষণ হচ্ছে এর এলিমেন্টারি সেকশান বা জুনিয়র সেকসান। জাতীয় কারিকুলাম বা শিক্ষাক্রম এর আলোকে ইনটেলিজেন্টসিয়া ফাউন্ডেশন এর সম্মানিত ভাইস চেয়ারম্যান এর লিখিত নিজস্ব বই প্রকাশ করা হয়েছে। এই শ্রেণির শিক্ষার্থীর বয়স, মেধার বিকাশ, তার প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে এই সকল বই লিখা হয়েছে।
ইলিমেন্টারি শাখার ব্যতিক্রমধর্মী বৈশিষ্ট্যগুলো হচ্ছেঃ
১) ইনটেলিজেন্টসিয়া পাবলিকেশন কর্তৃক প্রকাশিত নিজস্ব বই
২) শ্রেণিভিত্তিক একক বই পদ্ধতি। একটি মাত্র বইয়ের মধ্যে সব কিছু সংযোগ করা হয়েছে
৩) শিক্ষার্থীদের ব্যাগভর্তি বই বহন করতে হয়না।
৪) প্রতিটি বইকে সাজানো হয়েছে অনুশীলন পদ্ধতিতে
৫) প্রতিটি বই এর পাশাপাশি রয়েছে অধ্যায় বা ইউনিট ভিত্তিক ওয়ার্কশিট
৬) প্রতিটি বই লিখার সময় বাংলাদেশি কালচার, ধর্মীয় বিশ্বাস, নৈতিক আচরণ এবং সামাজিক সহিষ্ণুতাবোধের প্রতি খেয়াল রাখা হয়েছে।
অন্তর্ভুক্ত ক্লাসঃ
প্লে থেকে ২য় শ্রেণি পর্যন্ত।
ক্রম | শ্রেণি | ভার্সান | বয়স |
---|---|---|---|
০১ | প্লে | বাংলা মিডিয়াম ও ইংরেজি ভার্সান | ৩+ |
০২ | নার্সারি | বাংলা মিডিয়াম ও ইংরেজি ভার্সান | ৪+ |
০৩ | কেজি | বাংলা মিডিয়াম ও ইংরেজি ভার্সান | ৫+ |
০৪ | প্রথম | বাংলা মিডিয়াম ও ইংরেজি ভার্সান | ৬ |
০৫ | দ্বিতীয় | বাংলা মিডিয়াম ও ইংরেজি ভার্সান | ৭ |
ভর্তি প্রক্রিয়াঃ
ক) ভাইভা পরীক্ষা
খ) শারিরীক চেক-আপ
গ) রিটেন টেস্ট
এই ৩টি ধাপের মাধ্যমে একজন শিক্ষার্থীকে যাচাই করা হয়। এছাড়া, একজন শিক্ষার্থীর পাশাপাশি তার অভিভাবকের মতামতকেও গুরুত্ব দেয়া হয়। শিক্ষার্থীর অবস্থান এবং অভিভাবকের মতামতের ভিত্তিতে একজন শিক্ষার্থীর ভর্তির শ্রেণি চুড়ান্ত করা হয়।
লার্নিং আউটকাম ও পেডাগজি
একজন শিক্ষার্থী কোন শ্রেণিতে কি শিখবে তা জাতীয় কারিকুলামের আলোকে নির্ধারণ করা হয়েছে। জাতীয় কারিকুলামের আলোকে ইলিমেন্টারি সেকশানের শিক্ষার্থীদের পেডাগজি ও লার্নিং আউটকাম নির্ধারণ করা হয়েছে। নিম্নের ছকে তা দেখানো হয়েছেঃ
ক্রম | শ্রেণী | লার্নিং আউটকাম | পেডাগজি সিস্টেম |
---|---|---|---|
০১ | প্লে | লিঙ্ক পিডিএফ | লিঙ্ক ইমেজ |
০২ | নার্সারি | লিঙ্ক পিডিএফ | লিঙ্ক |
০৩ | কেজি | লিঙ্ক পিডিএফ | লিঙ্ক |
০৪ | প্রথম | লিঙ্ক পিডিএফ | লিঙ্ক |
০৫ | দ্বিতীয় | লিঙ্ক পিডিএফ | লিঙ্ক |
জাতিয় কারিকুলামের সাথে মিল রেখে ইনটেলিজেন্টসিয়া স্কুল অ্যান্ড কলেজ এর কারিকুলাম ও পেডাগজি নির্ধারণ করা হয়েছে। জাতীয় কারিকুলাম ও টেক্সটবুক কর্তৃক প্রকাশিত স্ট্যান্ডার্ড রুটিন অনুসরণ করে ইনটেলিজেন্টসিয়া স্কুল অ্যান্ড কলেজ এর ক্লাস রুটিন প্রস্তুত করা হয়ে থাকে।