কর্মজীবী পরিবারের মাতাপিতার ব্যস্ততার কারণে সৃষ্ট দশার কথা বিবেচনা করা ইনটেলিজেন্টসিয়া ফাউন্ডেশন কর্তৃক ডে কেয়ার সেন্টার চালুর চালু করা হয়েছে। ২০২২ শিক্ষাবর্ষ থেকে এই ডে কেয়ার সেন্টার চালু করা হবে। এই ডে কেয়ারের নাম করা হয়েছে "আইএসসি ডে কেয়ার "।
আই এস সি ডে কেয়ারের বৈশিষ্ট্যঃ
- প্রাথমিকভাবে শুধুমাত্র ইনটেলিজেন্টসিয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের জন্য এই ডে কেয়ার সেন্টারে শিশুদের ভর্তির ব্যবস্থা থাকবে।
- প্লে থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
- আই এস সি'র শিক্ষার্থীডের ভর্তির পরে আসন ফাঁকা থাকলে অন্য শিক্ষা প্রতিষ্ঠান বা বাইরের শিশুদের জন্য এখানে ভর্তির ব্যবস্থা থাকবে।
- অনলাইনেও রেজিস্ট্রেশন করে ডে-কেয়ারে ভর্তির আবেদন করা যাবে।
- যোগাযোগঃ আইএসসি'র অফিসে ডে কেয়ার ভর্তিসহ যাবতীয় বিস্তারিত তথ্য পাওয়া যাবে। লিঙ্ক