Intelligentsia School and College - ISC
Rules of Invigilation

প্রিয় শিক্ষকবৃন্দ

আপনারা যারা বিভিন্ন নিয়োগ পরীক্ষায় কক্ষ পরিদর্শক হিসাবে দায়িত্ব পালন করতে আগ্রহী তাদেরকে নির্দিষ্ট লিংকে (ক্লিক প্লিজ) নিবন্ধন করার জন্য অনুরোধ জানানো হলো।

 

দায়িত্ব পালনের শর্তাবলীঃ

১) অবশ্যই শিক্ষকতার বা ব্যবস্থাপনার অভিজ্ঞতা থাকতে হবে।

২) পরীক্ষা সময় ১ঘন্টা। সব মিলিয়ে সময় লাগবে প্রায়ই ২.৫ থেকে ৩ ঘন্টা। এ সময় বিনিয়োগ করার মত সূযোগ ও মানসিক প্রস্তুতি থাকতে হবে।

৩) যারা কক্ষ পরিদর্শক হিসাবে দায়িত্ব পালন করবেন তারা নির্ধারিত হারে সম্মানী পাবেন।

৪) পরীক্ষা শুরুর এক ঘন্টা আগে উপস্থিত হতে হবে এবং সব কিছু বুঝিয়ে দিয়ে ভবন ত্যাগ করতে হবে।  

৫) পরীক্ষা পরিচালনাকালে পরীক্ষা নিয়ন্ত্রক কর্তৃপক্ষ প্রদত্ত নিয়ম নীতি যথাযথ পরিপালন করতে হবে।  

৬) আবেদনকারীদের মধ্য থেকে নির্দিষ্টসংখ্যক আবেদনকারীকে দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে যাচাই করা হবে।

৭) যে সকল আবেদনকারীকে নির্বাচন করা হবে তাদেরকে ফোনের মাধ্যমে ইনটেলিজেন্টসিয়ার নির্দিষ্ট বিভাগ থেকে যানানো হবে।

৮) প্রতিটি নিয়োগ পরীক্ষার জন্য আবেদনকারীকে ভিন্নভাবে নিবন্ধন করতে হবে।  

৯) এই অভিজ্ঞতা শিক্ষকতা পেশাসহ সকল পেশাগত জীবনেও ভ্যালু এ্যাড করবে এবং আপনার ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধি করবে।  

 

শুভকামনায় ...

যথাযথ কর্তৃপক্ষ,

আই এস সি, বনশ্রী, রামপুরা, ঢাকা।  

 

যোগাযোগঃ

১) জনাব মো বায়জিদ হোসেন স্যার

মোবাইলঃ ০১৩২২-৮৫৪ ৬৫৫ 

 

২) জনাব মো ইয়ার হোসেন স্যার

মোবাইলঃ ০১৩২২-৮৫৪ ৬৫৬

Follow us @Facebook
Useful Links

Visitor Info
100
as on 18 Sep, 2024 11:45 PM
©EduTech-SoftwarePlanet